ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেব বনাম মারুফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
দেব বনাম মারুফ দেব ও কাজী মারুফ ছবি: সংগৃহীত

যৌথ প্রযোজনার ছবির পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) নিয়েও শোনা যায় নানা কথা। প্রায়ই দেখা যায়, কলকাতার ভালো মানের ছবির সঙ্গে বিনিময় হয় দেশীয় কম বাজেটের ছবির। এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারহিট নায়ক দেবের ছবি ‘চ্যাম্প’। এর বিনিময়ে বাংলাদেশ থেকে যাচ্ছে কাজী মারুফের ‘মাস্তানী’।

২১ জুলাই সারাদেশে ‘চ্যাম্প’ মুক্তি পাবার কথা রয়েছে। ছবিটি আনছে তিতাস কথাচিত্র। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। কলকাতায় ‘মাস্তানী’ যাচ্ছে ঠিকই, কয়টি প্রেক্ষাগৃহ পাবে, সে খবরও রয়ে যাবে অজানা।  

একজন বক্সারের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘চ্যাম্প’। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো প্রযোজনায় এসেছেন দেব। এ কারণে বাড়তি আকর্ষণ পাচ্ছেন দর্শক। আর এতে দেবের বিপরীতে অভিনয় করছেন তারই প্রেমিকা রুক্মিণী মৈত্র। ২৩ জুন পশ্চিমবঙ্গের ১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

অপেক্ষাকৃত নতুন ‘চ্যাম্প’-এর বিপরীতে কলকাতায় যাচ্ছে আলোচনা তৈরি করতে না পারা ‘মাস্তানী’। সেখানে কতোটুকু দর্শক চাহিদা পূরণ করতে পারবে এটি? কাজী মারুফ ও মৌসুমী হামিদ অভিনীত ‘মাস্তানী’ পরিচালনা করেছেন ফিরোজ খান প্রিন্স।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।