ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অন্য সব কাজ ম্লান হয়ে গেছে: বাবু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
অন্য সব কাজ ম্লান হয়ে গেছে: বাবু ‘বিকাল বেলার পাখি’ নাটকের শেষ দৃশ্যে ফজলুর রহমান বাবু ও অ্যালেন শুভ্র

ঈদের আগে একটি টিভিসিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। ঈদের পরে নাটকের জন্য ফের আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। দুটি কাজের মধ্যে সাদৃশ্য হলো, সাধারন বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

ছবিয়াল রি-ইউনিয়নের ‘বিকাল বেলার পাখি’ নাটকটি বেশ সমাদৃত হয়েছে। একটি পরিবারের টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে এতে।

আদনান আল রাজিবের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন বাবু।

বৃহস্পতিবার (৬ জুলাই) নাটকটি সম্পর্কে বাবু বাংলানিউজকে বলেন, ‘ঈদে আরও কিছু নাটকে কাজ করেছি। কিন্তু এই নাটকের কাছে অন্য সব কাজ ম্লান হয়ে গেছে। ’

বাবু জানান, মোস্তফা সরয়ার ফারুকীর সহকারি হওয়ার সুবাদে আদনানকে আরও আগে থেকেই চিনতেন। বিজ্ঞাপন নির্মাতা হলেও নাটকটির গল্প তার জীবন থেকে নেওয়া হয়েছে বলে বাবুকে জানিয়েছিলেন আদনান।

এর দৃশ্যধারণের জন্য ৫দিন সময় দিয়েছেন বাবু। শুটিংয়ের সময়টা পারিবারিক আবহে কেটেছে। আদনানের প্রশংসা করে বাবু বলেন, ‘কোনো শট বা অন্য কিছু নিয়ে ওকে আপোস করতে দেখিনি। খুব সিরিয়াসলি কাজটি করেছে সে। সব মিলিয়ে এখন দারুণ ফিডব্যাক আসছে। ’      

‘বিকাল বেলার পাখি’র জন্য প্রতিদিনিই ফোন পাচ্ছেন বাবু। তিনি জানান, টিভির বাইরে ইউটিউবে প্রচুর মানুষ নাটকটি দেখছে। নাটকে বাবুর সন্তানের চরিত্রে অ্যালেন শুভ্রর অভিনয়ও প্রশংসিত হয়েছে।  

বাবু বলেন, ‘একটি বিষয় খেয়াল করছি, তা হলো, অন্যের মুখে প্রশংসা শুনে বা ফেসবুকে ভালো মন্তব্য দেখে অনেকে নাটকটি দেখছে। এটি বেশ ভালো ব্যাপার। মানুষের সময় খুব কম। তার অযথা মানহীন কাজ দেখে সময় নষ্ট করবে কেন?’

ঈদে প্রচারিত অন্যদের নাটক-টেলিছবির ব্যাপারে বাবুর মন্তব্য, ‘সবার মধ্যে ভালো কাজ করার প্রবণতা লক্ষ্য করেছি। মানুষ সিরিয়াস নাটক দেখতে পছন্দ করে। তাই তথাকথিত হাসির নাটকগুলো এবার দর্শক টানতে পারেনি। গতবছর থেকে এমনটি ঘটছে। ’

বাবু জানান, তিনি সিরিয়াস কাজই করছেন বেশি। তার মতে, নিজের আদল ভেঙে কাজ করতে হবে। একটি নির্দিষ্ট ছকে নিজেকে আটকে ফেললে হবে না।   

‘বিকাল বেলার পাখি’ ছাড়াও ঈদে বাবু অভিনীত আরও কিছু নাটক প্রচার হয়েছে। এর মধ্যে অন্যতম হলো— বদরুল আনাম সৌদের ‘দুরের মানুষ’, ‘ইঁদুর বেড়ালের গল্প’ প্রভৃতি।  

* নাটক ‘বিকাল বেলার পাখি’: 

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।