ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কম্বোডিয়ায় সেরা ‘অজ্ঞাতনামা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
কম্বোডিয়ায় সেরা ‘অজ্ঞাতনামা’ ‘অজ্ঞাতনামা’ ছবির দৃশ্য

কম্বোডিয়ায় সেরা পুরস্কার জিতেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’। রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় দেশটির রাজধানী নমপেনে ৫৭তম এশিয়া–প্যাসিফিক চলচ্চিত্র উৎসবের এ পুরস্কার পায় ছবিটি।

উৎসবের আয়োজক ফেডারেশন অব মোশন প্রডিউসারস ইন এশিয়া প্যাসিফিক। উৎসবে ২০টি দেশের ৫৪টি ছবি জমা পড়েছিলো।

প্রতিযোগিতা হয়েছে ১৭টি শাখায়। এরমধ্যে ইমপ্রেস টেলিফিল্মের ‘অজ্ঞাতনামা’ সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়।

অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব।

উৎসবে বাংলাদেশসহ আরও অংশ নিয়েছে- ভারত, নেপাল, জাপান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও মঙ্গোলিয়া।

‘অজ্ঞাতনামা’য় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ ও শহীদুজ্জান সেলিম।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।