ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে সীতারাম পাঞ্চাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
না ফেরার দেশে সীতারাম পাঞ্চাল সীতারাম পাঞ্চাল (ছবি: সংগৃহীত)

না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা সীতারাম পাঞ্চাল। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে মারা যান তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দীঘূদিন ধরেই মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন সীতারাম। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে তার শ্বাস কষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৭টায় মারা যান সীতারাম।

এদিকে, মারা যাওয়ার একদিন আগে ২৬তম বিবাহ বার্ষিকী পালন করেছেন সীতারাম। যার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন স্ত্রী উমা পাঞ্চাল।

‘বাম্পার ড্র’, ‘সারে জাহান সে মেহেঙ্গা’, ‘স্ট্রাইকার’, ‘পিপলি লাইভ’, ‘স্লামডগ মিলিনিয়র’, ‘হাল্লা বোল’, ‘স ঝুঠ এক সাথ’, ‘জলি এলএলবি’ ও ‘লজ্জা’র মতো ছবিতেও দেখা গেছে বলিউড অভিনেতা সীতারাম পাঞ্চালকে। তবে, তিমাংশু ধুলিয়া পরিচালিত ‘পান সিং তোমার’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।