ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছয় দিনের ‘সেলিম আল দীন উৎসব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
ছয় দিনের ‘সেলিম আল দীন উৎসব’ ছবি: সংগৃহীত

সময়ের পরিক্রমায় ফিরে এসেছে নাট্যাচার্য সেলিম আল দীনের আবির্ভাব দিবস। কিংবদন্তি এই নাট্যব্যক্তিত্বের জন্মবার্ষিকী পালিত হবে ১৮ আগস্ট। বিশেষ এই দিনটিকে ঘিরে ছয় দিনের ‘সেলিম আল দীন উৎসব’-এর আয়োজন করা হয়েছে।

ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও সেলিম আল দীন ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১৮-২৩ আগস্ট এই আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ।  

অনুষ্ঠানে  নাট্যাচার্যের সমাধিতে শ্রদ্ধা অর্পণ, সেমিনার, সেলিম আল দীন জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতা,সেলিম আল দীন পদক ২০১৭ প্রদান, মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম পদক ২০১৭ প্রদান, ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক ২০১৭ প্রদান করা হবে।

পাশাপাশি কয়েকটি নাটক ও পালা মঞ্চস্থ হবে।  

১৮ আগস্ট সকাল সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আলোচনা সভা। আলোচনা করবেন আফসার আহমেদ, লুৎফর রহমান ও সোহেল হাসান গালিব।

১৯ আগস্ট  বিকেল ৪ টায় জাতীয় নাট্যশালার লবিতে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬ টায় ‘সেলিম আল দীন জন্মোৎসব ২০১৭’ উদ্বোধন  করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। এ সময় ‘সেলিম আল দীন পদক ২০১৭’,  ‘মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম পদক ২০১৭’, ‘ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক ২০১৭’ প্রদান ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

সন্ধ্যা  সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের লেখা নাটক ‘ধাবমান’। ঢাকা থিয়েটারের এই নাটকটি নির্দেশনা  দিয়েছেন শিমূল ইউসুফ।

২০ আগস্ট  জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে আসলাম সানীর রচনা ও শামীম সাগর নির্দেশিত নাটক ‘চন্দ্রাবতী কথা’। এরপর সন্ধ্যা ৭টায়
সেলিম আল দীনের গান ও রচনা নিয়ে আলেখ্য, সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটার হলে বঙ্গোলোক পরিবেশিত ‘রূপচান সুন্দরীর পালা’ পরিবেশিত হবে।  

২১ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় থাকছে সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’। ঢাকা থিয়েটারের নাটকটির নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।

২২ আগস্ট সন্ধ্যা ৭টায় একই মঞ্চে লেখকের ‘স্বপ্নরমণীগণ’ নাটকের প্রদর্শনী। এটি নির্দেশনা দিয়েছেন ড. আফসার আহমেদ। পরিবেশনায় জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।  

আয়োজনের শেষদিন ২৩ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় কাজী নজরুল ইসলামের 'সাপুড়ে' গল্পের আশ্রয়ে মঞ্চস্থ হবে নাটক  ‘নীলাখ্যান’। রচনায় আনন জামান, নির্দেশনায় ইউসুফ হাসান অর্ক, পরিবেশনায় মহাকাল নাট্য সম্প্রদায়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।