ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

বিনোদন

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন আনুশকা আনুশকা শর্মা

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মান দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে অভিনেত্রী নন, প্রযোজনায় নতুন ধারার কাজ করার সুবাদে এই স্বীকৃতি আসছে তার ঘরে।

ভাই কার্নেশ শর্মার সঙ্গে মিলে ২০১৪ সালে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মস চালু করেন আনুশকা। মান ধরে রেখে বিনোদনমূলক ছবি নির্মাণই তার লক্ষ্য।

তাদের প্রযোজনায় প্রথম মুক্তি পাওয়া ‘এনএইচটেন’ বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিলো। এরপর মুক্তি পেয়েছে ‘ফিল্লাউরি’ ও ‘পরী’। তিনটি তিন ধরনের ছবি। ‘এনএইচটেন’ থ্রিলার, ‘ফিল্লাউরি’ প্রেমের ও ‘পরী’ ভৌতিক ধাঁচের।

নায়িকা হিসেবে ক্যারিয়ারের তুঙ্গে থাকতেই মাত্র ২৫ বছর বয়সে প্রযোজনায় নাম লেখান আনুশকা। এতো অল্প বয়সে আর কোনও মেয়ের প্রযোজক হওয়ার নজির বলিউডে নেই।

আনুশকা প্রযোজিত ছবিগুলো সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তাই তার অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিতে চায় দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন।    

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।