ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিনোদন

এবার কুড়িগ্রামে ‘কৃষকের ঈদ আনন্দ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এবার কুড়িগ্রামে ‘কৃষকের ঈদ আনন্দ’ ‘কৃষকের ঈদ আনন্দ’র একটি দৃশ্য

প্রতিবছর ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের কৃষকদের নিয়ে নির্মিত হয় টিভি অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবারের পর্বটি ধারণ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের শৈশব মিশ্রিত কুড়িগ্রাম জেলায়। এ আয়োজনে এবারের খেলাধুলার অংশ ধারণ করা হয় কুড়িগ্রামের ধরলা নদীর তীরে।

বালিশ লড়াই, বউ চি, বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠা, চর্তুমুখীটান, দড়ি দিয়ে নদী পার, বেলুন ও বল নিয়ে দৌড় প্রভৃতি মজার সব খেলার পাশাপাশি ‘কৃষকের ঈদ আনন্দ’তে থাকছে ভাওয়াই সংস্কৃতি নিয়ে পরিবেশনা। আরও থাকছে দেশ-বিদেশের চমকপ্রদ ঘটনা নিয়ে বিশেষ প্রতিবেদন।

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদুল আজহার পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।