ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

বিনোদন

ছয় মাসের জন্য নিষিদ্ধ সারিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
ছয় মাসের জন্য নিষিদ্ধ সারিকা সারিকা সাবরিন

মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে টিভি নাটকের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। নাটকের শুটিং শিডিউল ফাঁসিয়ে ‘অ-শিল্পী সুলভ আচরণের’ জন্য সংগঠনটির পক্ষ থেকে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও অভিনেতা ইরেশ যাকের।

শুক্রবার  (৩ আগস্ট) দুপুরে তিনি বাংলানিউজকে বলেন, গত মার্চে সারিকার শিডিউল ফাঁসানোর বিষয়ে প্রযোজক বোরহান খান অভিযোগ করেছিলেন।

তখন থেকে আমরা নানা মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনও রকম সাড়া দেননি। তাই বাধ্য হয়ে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, এখন থেকে ছয় মাসের জন্য টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অ্যাক্টর ইকুইটির সদস্যরা সারিকার সঙ্গে কাজ করা থেকে বিরত থাকবে।

জানা গেছে, গত ২৮ জুলাই সংগঠনটি কার্যনির্বাহী সদস্যদের এক সভায় প্রযোজক বোরহান খানের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিষিদ্ধের আদেশ ১ আগস্ট থেকে কার্যকর হবে।

শালিসি কমিটির আহ্ববায়ক তারেখ মিন্টুর স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনর বিবৃতি

অভিযোগে বলা হয়, গত ২১ মার্চ পাঁচটি নাটকের শুটিংয়ে নেপাল যাওয়ার কথা ছিল অভিনেত্রী সারিকার। আর এ জন্য নির্মাতার কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক বাবদ ৫০ হাজার টাকাও তিনি গ্রহণ করেছেন। সেইসঙ্গে রিটার্ন টিকেট ও নাটকের চিত্রনাট্যও বুঝে নিয়েছিলেন এ অভিনেত্রী। এর আগে ২০ মার্চ সারিকার সঙ্গে নির্মাতাদের পক্ষ থেকে যোগাযোগ করলে তিনি সময়মতো বিমানবন্দর পৌঁছাবেন বলে জানান।

কিন্তু সঠিক সময়ে বিমানবন্দরে শুটিং ইউনিট পৌঁছালেও সারিকা যাননি। এরপর সারিকাকে ছাড়াই নেপালে চলে যায় শুটিং ইউনিট। তাই পরিকল্পনায় থাকা সারিকাকে নিয়ে নাটকগুলো নির্মাণ করা সম্ভব হয়নি।

এ কারণে প্রযোজক বোরহান খান আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন।

বিবৃতিতে সংগঠনটি আগামী ছয় মাসের মধ্যে নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনসহ কোনো কর্মকাণ্ডে সারিকাকে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। চিঠি প্রাপ্তির পর কোনো সদস্য এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে শুক্রবার সকালে বাংলানিউজের পক্ষ থেকে বেশ কয়েকবার সারিকার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছেন মডেল-অভিনেত্রী সারিকা। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মিডিয়া ত্যাগ, ফিরে আসা- সব মিলিয়ে তিনি বার বার খবরের শিরোনামে এসেছেন। গত বছর একটি বিজ্ঞাপনের শিডিউল ফাঁসিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।