ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুর্গা পূজায় মুক্তি পাবে ‘আসমানী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
দুর্গা পূজায় মুক্তি পাবে ‘আসমানী’ 'আসমানী'র একটি দৃশ্যে বাপ্পি ও সুস্মি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে এম সাখাওয়াত হোসেন পরিচালিত ‘আসমানী। সিনেমাটিতে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত নায়িকা সুস্মি রহমান।

পল্লিকবি জসীমউদ্‌দীনের লেখা ‘আসমানী’ কবিতার ছায়া অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ অক্টোবর।

এ প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, দুর্গা পূজা আমাদের দেশে অন্যতম একটি বড় উৎসব।

তাই এ উপলক্ষে ‘আসমানী’ ১২ অক্টোবর মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছি। এরইমধ্যে প্রযোজক সমিতিতে তারিখ নিবন্ধন করেছি। এখন প্রচারণাসহ নানা বিষয় পরিকল্পনা করা হচ্ছে। যাতে সব দর্শকদের কাছে আমাদের সিনেমার নামটি পৌঁছে দিতে পারি।

২০১৬ সালে গাইবান্ধার ফুলছড়িতে ‘আসমানী’র শুটিং শুরু হয়। ২০১৭ সালে ঢাকায় শুটিং শেষ হয়। চলতি বছর ১২ জুলাই সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

সিনেমাটির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। এতে দেখা যাবে, গ্রাম থেকে শহরে প্রেমিককে খুঁজতে আসা একটি মেয়ের জীবন বদলে যাওয়ার গল্প।

‘আসমানী’ সিনেমায় আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সিরাজ হায়দার, জয়ন্ত চট্টোপাধ্যায়, অরুণা বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।