ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

বিনোদন

‘ভারত’র জন্য স্প্যানিশ শিখছেন নোরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
‘ভারত’র জন্য স্প্যানিশ শিখছেন নোরা নোরা ফাতেহি

জন আব্রাহাম অভিনীত ‘সত্যমে জয়তে’ ছবির ‘দিলবার’ গানে কোমর দুলিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন নোরা ফাতেহি। খুব শিগগিরই সালমান খানের ‘ভারত’ ছবির কাজ শুরু করবেন নোরা।

কিছুদিন আগে মালটায় ‘ভারত’র শুটিং শুরু করেছেন সালমান খান। জলদি তার সঙ্গে যোগ দেবেন নোরা।

তার আগে কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছেন তিনি।

জানা গেছে, ‘ভারত’-এ একজন ল্যাটিনিয়া চরিত্রে দেখা যাবে ‘দিলবার’খ্যাত এই তারকাকে। আর ছবিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে এরইমধ্যে স্প্যানিশ ভাষা শিখতে শুরু করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে এক সাক্ষাৎকারে নোরা বলেছেন, ‘আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর থেকে স্প্যানিশ ভাষা শিখতে শুরু করেছি। ’

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ আরও রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, দিশা পাতানি, টাবু, কমেডিয়ান সুনীল গ্রোভারসহ প্রমুখ। ২০১৯ সালের ঈদে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।