ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাগর-আইরিনের ‘রক্তের রং লাল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
সাগর-আইরিনের ‘রক্তের রং লাল’ সাগর আহমেদ ও আইরিন আফরোজ

কলেজের সবচেয়ে মেধাবী ও ভদ্র ছাত্র সাগর। সে কোনো মেয়েকে পাত্তা দেয় না।

আর এই কারণেই কলেজের সবচেয়ে চঞ্চল ও সাহসী মেয়ে জবা তার প্রেমে পড়ে যায়। কিন্তু সাগর তাকে সবসময় এড়িয়ে চলেন।

ঘটনা চক্রে জবা সাগরের সঙ্গে জোর করে সম্পর্কে জড়ায়।

তবে ধীরে ধীরে তাদের একে অপরের প্রতি ভালোবাসা তীব্র হতে শুরু করে। সম্পর্ক যখন খুব গভীরে চলে যায় ঠিক তখনই দু’জনের সামনে এক কঠিন বাস্তবতা এসে দাঁড়ায়। যেটা তারা আগে একবারের জন্যও ভাবেনি!

এমনই গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘রক্তের রং লাল’। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন সাগর আহমেদ ও আইরিন আফরোজ।

এ প্রসঙ্গে সাগর বাংলানিউজকে বলেন, ঈদ উপলক্ষে আমি ‘রক্তের রং লাল’ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বান্ধবি’তে অভিনয় করেছি। দু’টি কাজই এখন অনলাইনে প্রকাশ পেয়েছে। এরমধ্যে ‘রক্তের রং লাল’র গল্পে আমি একজন কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। কাজটি প্রকাশের পর দর্শকদের ভালো সাড়া পাচ্ছি।

ঈদ উপলক্ষে সাগর এন্ড ব্রাদার্সের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (২৩ আগস্ট) ‘রক্তের রং লাল’ প্রকাশ পেয়েছে।
** ‘রক্তের রং লাল’র ভিডিও লিংক
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।