ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এফডিসির ভবন থেকে পড়ে প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এফডিসির ভবন থেকে পড়ে প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু বিএফডিসি (ফাইল ফটো)

ঢাকা: কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ভেতর মদ্যপ অবস্থায় ভবন থেকে পড়ে প্রোডাকশন ম্যানেজার আবু সিদ্দিকের (৫০) মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত আবু সিদ্দিক শরীয়তপুর নড়িয়া উপজেলা দুলাল বেপারির সন্তান। বর্তমানে কলাবাগান-কাঁঠাল বাগান এলাকায় স্ত্রী কাজলসহ দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি।

আবু সিদ্দিকের শ্যালিকা লাকি জানান, নিহত ব্যক্তি এফডিসিতে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন। এফডিসির ভেতরে ৮ নম্বর ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে যান তিনি। মৃত্যুর আগে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ বক্সের এএসআই বাবুল মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এজেডএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।