ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

বিনোদন

ঋত্বিকের বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ঋত্বিকের বিরুদ্ধে প্রতারণার মামলা ঋত্বিক রোশন

অভিনেত্রী কঙ্গনা রানাওতের সঙ্গে পরকীয়ার খবরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড তারকা ঋত্বিক রোশন। সে ঘটনা স্ত্রী সুজানার সঙ্গে বিবাহবিচ্ছেদও ঘটিয়েছে।

এসব ঘটনার পর নতুন করে ঝামেলায় জড়ালেন ‘কাবিল’খ্যাত এই অভিনেতা।

এবার ঋত্বিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।

ভারতের তামিলনাড়ুর কোডুঙ্গাইয়ার থানায় ইন্ডিয়ান প্যানাল কোড (আইপিসি) ৪২০ ধারায় মামলাও করা হয়েছে।

সান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের আড়তদার আর মুরালীধরন ঋত্বিকসহ আরও আটজনের বিরুদ্ধে ২১ লাখ টাকা প্রতারণার অভিযোগ এনে এই মামলা করেছেন।

মূলত অভিযোগটি ঋত্বিক রোশনের প্রতিষ্ঠান এইচআরএক্স’র বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, ২০১৪ সালে এ প্রতিষ্ঠান থেকে বাজারে বিক্রির জন্য ২১ লাখ টাকার পণ্য কিনেছিলেন তিনি। কিন্তু সে পণ্য নিয়মিত পাঠানো হয়নি। বরং তাকে না জানিয়েই কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়। ফলে এই ব্যবসায়ী তার প্রাপ্য পণ্য পাননি এবং তাকে কোনো রকম ক্ষতিপূরণও দেওয়া হয়নি। তাই তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

এদিকে ঋত্বিক রোশন বর্তমানে ‘সুপার ৩০’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। ২০১৯ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮.
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।