ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাবার পরিচালনায় প্রথমবার আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
বাবার পরিচালনায় প্রথমবার আলিয়া আলিয়া ভাট ও মহেশ ভাট

বলিউডের পরিচালক-প্রযোজক মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করলেও এখন পর্যন্ত বাবার পরিচালনায় অভিনয় করার সুযোগ হয়নি ‘রাজি’খ্যাত এই অভিনেত্রীর।

সম্প্রতি জানা গেছে, এবারই প্রথম মহেশ ভাটের পরিচালিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আলিয়া। বাবা-মেয়ে জুটি হাজির হবে ‘সাদাক টু’ সিনেমায়।

এতে আলিয়া স্ক্রিন শেয়ার করবেন সঞ্জয় দত্তের সঙ্গে। এতে আরো রয়েছেন আদিত্য রায় কাপুর ও পূজা ভাট।

সিনেমাটির একটি ঘনিষ্ঠ সূত্র বলেন, সেপ্টেম্বরের শেষের দিকে এর শুটিং শুরু হবে। ২০১৯ সালের ১৫ নভেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে। মহেশ ভাটের পরিচালনায় আলিয়া প্রথম কাজ করতে যাচ্ছেন, তাই সিনেমাটিকে ঘিরে সবার বেশ আগ্রহ রয়েছে।

মজার বিষয় হচ্ছে পরিচালনা থেকে মহেশ ভাট বহু আগেই অবসর নিয়েছিলেন। তবে ‘সাদাক ২’ সিনেমা দিয়ে তিনি আবার পর্দায় ফিরছেন।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাদাক’-এ অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও পূজা ভাট। সিনেমাটিতে পূজা যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমার গল্পে তারা দু’জন সমাজের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকেন।

গুঞ্জন রয়েছে, ‘সাদাক টু’তে আলিয়া সঞ্জয় দত্তের মেয়ের চরিত্রে অভিনয় করবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।