ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

বিনোদন

‘আমার সংগ্রামের গল্প মানুষকে অনুপ্রাণিত করবে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
‘আমার সংগ্রামের গল্প মানুষকে অনুপ্রাণিত করবে’ গোবিন্দ

বলিউড অভিনেতা গোবিন্দর নতুন কমেডি সিনেমা ‘ফ্রাইডে’।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে মুম্বাইতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে সংবাদমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেন ‘পার্টনার’খ্যাত এই তারকা।

অনুষ্ঠানের এক পর্যায় গোবিন্দর কাছে জানতে চাওয়া হয়, যদি তার জীবনী নিয়ে সিনেমা তৈরি করা হয়। এতে তার প্রতিক্রিয়া কেমন হবে?

জবাবে তিনি বলেন, যারা একেবারে শূন্য থেকে নিজেদের ক্যারিয়ার শুরু করেছেন তাদের প্রশংসা করা প্রয়োজন। কারণ এই স্থানে কেউ সহজে সুযোগ পায় না, আর যদি বাইরের কেউ হয় তাহলে তো আরো কঠিন। তাই আমাকে নিয়ে বায়োপিক নির্মাণ করা যাবে। কারণ আমার জীবনের সংগ্রামের গল্প মানুষকে অনুপ্রাণিত করবে। কিন্তু আমি মনে করি বায়োপিক নির্মাণের এখনো সঠিক সময় আসেনি।

কমেডি ধাঁচের সিনেমা ‘ফ্রাইডে’ পরিচালনা করেছেন অভিষেক দোগরা। এতে গোবিন্দের সহশিল্পী বরুণ শর্মা। আগামী ১২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

এদিকে গোবিন্দ বর্তমানে ‘রঙিলা রাজা’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি নির্মাণ করেছেন গোবিন্দ নিহালানি।

**'ফ্রাইডে'র ট্রেলার

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।