ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুরু হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
শুরু হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এফডিসিতে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রতিযোগীরা

আবারো শুরু হয়েছে বিশ্ব সুন্দরী খোঁজার প্রতিযোগিতা 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'।

রোববার (১৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অডিশন রাউন্ডের মধ্য দিয়ে এবারের আসরের কার্যক্রম শুরু হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বছর বিচারক হিসেবে থাকছেন মডেল ও অভিনেত্রী তারিন, অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী ও কণ্ঠশিল্পী শুভ্রদেব। অডিশন রাউন্ড থেকে পুরো প্রতিযোগিতায় তারাই বিচারকার্য পরিচালনা করবেন। তবে গ্র্যান্ড ফিনালেতে নতুন করে আইকন বিচারক যোগ হবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডিজে সনিকা।

অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিজয়ী ৭ ডিসেম্বর চীনে ‘মিস ওয়ার্ল্ড’র মূল পর্বে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবার আবেদনকারীর সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়েছে। এফডিসিতে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রতিযোগীরাএ প্রসঙ্গে অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, গতবার মিথ্যা তথ্য দেয়ার কারণে বিভ্রান্তি ছড়িয়েছিল। এবার কেউ মিথ্যা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে আমরা ১০ লক্ষ টাকা জরিমানার বিধান রেখেছি। পাশাপাশি আমাদের টিম এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে তথ্য যাচাই বাছাই করছি।

জানা গেছে, এবার চীনে চূড়ান্ত প্রতিযোগিতায় যাওয়ার আগে প্রায় তিন মাসব্যাপী নির্বাচিত প্রতিযোগীকে গ্রুমিং করানো হবে। আয়োজনটির টেলিভিশন পার্টনার থাকছে এটিএন বাংলা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।