ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিলনের ‘কবি, কবিতা ও সজারু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
মিলনের ‘কবি, কবিতা ও সজারু’ আনিসুর রহমান মিলন

স্বামীর নির্যাতনের শিকার কবিতা। তিনি  মাঝে মাঝে প্রতিবাদ করার চেষ্টা করেও ব্যর্থ হন।

একদিন বাড়ির ছাদে কাপড় নাড়তে গিয়ে চিলেকোঠায় ভাড়া নেওয়া কবির সাথে পরিচয় হয় কবিতার। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে।

হঠাৎ করেই কোনো এক অজানা মাধ্যম থেকে কবিতার কাছে একটি চিরকুট আসে। সেখানে একটি সজারুর কাঁটা থাকে। এমন সময় গোসল করতে থাকা রবির শার্টে লিপস্টিকের দাগ দেখে। এরপর একদিন কবিতা সজারুর কাঁটাটা সজোরে রবির বুকে ঢুকিয়ে দেয়। রবি মারা যায়!

এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কবি, কবিতা ও সজারু’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাবিলা ইসলাম, টুটুল চৌধুরী, সায়লা ইসলাম প্রমুখ।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।