ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

বিনোদন

কেমন চলছে ‘সুই ধাগা’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
কেমন চলছে ‘সুই ধাগা’? 'সুই ধাগা'র একটি দৃশ্যে আনুশকা ও বরুণ

মুক্তির আগে থেকে আলোচনায় ছিলো অনুশকা শর্মা ও বরুণ ধাওয়ান অভিনীত ‘সুই ধাগা’ সিনেমাটি। বক্স অফিসে ভালো ব্যবসাও আশা করেছিলো অনেকে।

মুক্তির পর এর ব্যতিক্রম ঘটেনি। সিনেমাটি সন্তোষজনক ব্যবসা করে চলছে।

২৮ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি চার দিনে ঘরে তুলে নিয়েছে ৪৩ কোটি ৬০ লাখ রুপি। কম সংখ্যক স্ক্রিনে ‘সুই ধাগা’ মুক্তি পাওয়ার পরও ভালো ব্যবসা করেছে।

সিনেমাটি প্রথম দিনে আয় করে ৮ কোটি ৩০ লাখ রুপি। এরপর দ্বিতীয় দিন থেকে আয় বাড়ে যায়। দ্বিতীয় ও তৃতীয়দিন যথাক্রমে সিনেমাটি আয় করেছেন ১২ কোটি ২৫ লাখ রুপি ও ১৬ কোটি ৫ লাখ রুপি। যদিও চতুর্থ দিন মাত্র ৭ কোটি রুপি আয় করতে সক্ষম হয় ‘সুই ধাগা’।

মঙ্গলবার (২ অক্টোবর) ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৪৯তম জন্মদিন উপলক্ষে দেশটিতে জাতীয় ছুটির দিন। তাই এদিন ‘সুই ধাগা’ ভালো ব্যবসা করার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সিনেমাটির বাজেট প্রায় ৫৭ কোটি ১৫ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।