ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’ ‘ইতি, তোমারই ঢাকা’র দৃশ্যে তিশা

বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা’র স্লোগান নিয়ে ১১ জন তরুণ নির্মাণ করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ৭ অক্টোবর কোরিয়ার স্থানীয় সময় দুপুর ১টায় লটে সিনেমা সেন্টাম সিটিতে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। আগামী ৯ ও ১১ অক্টোবরও চলচ্চিত্রটি দেখানো হবে।

 

উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’।  
আবু শাহেদ ইমন জানান, ইংরেজি ও কোরিয়ান ভাষার সাবটাইটেলেও চলচ্চিত্রটি দেখানো হবে

এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। নির্মাণ করছেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

৪ অক্টোবর শুরু হওয়া উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। উৎসবের এবারের আসরে ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। যার মধ্যে ১১৫টি বিশ্ব প্রিমিয়ার এবং ২৫টি ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ৬০১৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।