ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রভার ‘কেউ তো ছিল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
প্রভার ‘কেউ তো ছিল’ সাদিয়া জাহান প্রভা

নওমির সাথে রক্তিমের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। নওমি লেখাপড়া শেষ করে একটি কোম্পানিতে চাকরি নেন। অন্যদিকে স্কলারশিপ পেয়ে প্রায় তিন বছরের জন্যে রক্তিম বিদেশ যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন।

তাই রক্তিম ও নওমি বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রক্তিমের পরিচিত একটা কাজী অফিসে তাদের বিয়ে হয়।

একজন ফটোগ্রাফার তাদের বিয়ের কিছু ছবিও তুলেন। পরদিন রক্তিম সড়ক দুর্ঘটনায় মারা যান!

এ ঘটনায় নওমির জীবনের সবকিছু উলটপালট হয়ে যায়। শুরু হয় তার সংগ্রামী জীবন।

এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কেউ তো ছিল’। মানস পালের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রবিউল ইসলাম প্রধান।

এতে নওমি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও রক্তিম চরিত্রে আনিসুর রহমান মিলন। এছাড়া আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, দীপক কর্মকার, শেলী আহসান প্রমুখ।

আগামী ১২ অক্টোবর এনটিভিতে ‘কেউ তো ছিল’ নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।