ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যৌন হয়রানিতে চাকরি গেলো যশরাজ ফিল্মস কর্তার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
যৌন হয়রানিতে চাকরি গেলো যশরাজ ফিল্মস কর্তার আশিষ পাতিল

ভারতে চলমান ‘#মিটু’ ক্যাম্পেইনে ফেঁসে গেছেন বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে চাকরীচ্যুত করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৬ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানানো হয়, যৌন হয়রানির অভিযোগের মুখে যশরাজ ফিল্মসের ক্রিয়েটিভ এন্ড বিজনেস হেড আশিষ পাতিলকে বহিষ্কার করা হয়েছে।  

সম্প্রতি অজ্ঞাত এক নারী এই কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে যশরাজ ফিল্মস বিষয়টি তদন্তের জন্য তাদের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে নির্দেশ দিয়েছে।

বলিউডে ‘#মিটু’ ক্যাম্পেইনে একে একে উঠে আসছে জনপ্রিয় সব তারকাদের নাম। এখন পর্যন্ত যৌন হেনস্তার অভিযোগে নাম জড়িয়েছে অভিনেতা সালমান খান, ঋত্বিক রোশন, অলোক নাথ, নানা পাটেকর, সংগীতশিল্পী কৈলাশ খের, মডেল জুলফি সৈয়দ, কমেডিয়ান উৎসব চক্রবর্তী ও চলচ্চিত্র প্রযোজক গৌরাঙ্গ দোশিসহ বেশ কয়েকজন তারকার।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।