ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

বিনোদন

‘হ্যাটস অফ রংপুর’ ছিল আইয়ুব বাচ্চুর শেষ স্ট্যাটাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
‘হ্যাটস অফ রংপুর’ ছিল আইয়ুব বাচ্চুর শেষ স্ট্যাটাস

রংপুর: প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জীবনের শেষ স্ট্যাটাস দিয়েছিলেন রংপুরে অনুষ্ঠিত একটি কনসার্ট নিয়ে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ‘শেকড়ের সন্ধানে’ নামক কনসার্টে জীবনের সর্বশেষ গান করেন তিনি।

গুণী এই ব্যান্ড তারকার ফেসবুক প্রোফাইলে দেখা যায় ১৬ অক্টোবর রাত পৌনে বারোটায় তিনি সর্বশেষ স্ট্যাটাস দিয়েছিলেন।

যেখানে তিনি লেখেন-Hats off #Rangpur

Love to #GB

Where there are musicians,

There are music.

See you soon again #Rangpur

Love you.

You were awesome tonight ❤️।

ওইদিন রংপুর জেলা স্কুল মাঠে  ‘শেকড়ের সন্ধানে’ নামক কনসার্টে জীবনের শেষ গান করেন তিনি। সেদিন রংপুরে হাজার হাজার মানুষকে মুগ্ধ করেছিলেন তিনি। প্রোফাইলে রিমেমবারিং এছাড়াও ইতোমধ্যে এবির ফেসবুক প্রোফাইলকে রিমেমবারিং করেছে ফেসবুক কর্তৃপক্ষ। দুপুর ১২টার পর  থেকে তার প্রোফাইলে রিমেমবারিং বা স্মরণীয় বার্তা দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে নিজের বাসায় আইয়ুব বাচ্চু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।