ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

বিনোদন

৭৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাতাল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
৭৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাতাল’ সাইমন ও অধরা। ছবি: বাংলানিউজ

জটিলতা কাটিয়ে শুক্রবার (২৬ অক্টোবর)  মুক্তি পেতে যাচ্ছে শাহীন সুমন পরিচালিত সিনেমা ‘মাতাল’। সারাদেশে ৭৬ টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এ প্রসঙ্গে পরিচালক শাহীন সুমন বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে বাংলানিউজকে বলেন, দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকদের 'মাতাল'র প্রতি আগ্রহ দেখে আমি আনন্দিত। প্রথম সপ্তাহে ৭৬টি প্রেক্ষাগৃহে 'মাতাল' মুক্তি দিচ্ছি।

চাহিদা অনুযায়ী অন্য প্রেক্ষাগৃহগুলোতেও পর্যায়ক্রমে 'মাতাল' মুক্তি পাবে।

''একজন দর্শকের পরিপূর্ণ বিনোদনের জন্য যা প্রয়োজন 'মাতাল' সিনেমায় তার সব আছে। সাইমন ও অধরা দারুণ অভিনয় করেছেন। তাছাড়া প্রযোজক শরীফ চৌধুরী আমাকে সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করছি 'মাতাল' দেখে দর্শক নিরাশ হবেন না,' যোগ করেন 'লাভ ম্যারেজ'খ্যাত এই নির্মাতা।  
  
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা অধরা খান। এছাড়া আরও অভিনয় করেছেন শিপন, অরিন, মিশা সওদাগর, জয়রাজসহ অনেকে।

শরীফ চৌধুরীর প্রযোজনায় সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন নিজেই।

এর আগে গত ১২ অক্টোবর 'মাতাল' মুক্তি পাওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় সিনেমাটি পিছিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।