ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

বিনোদন

তৃতীয় সপ্তাহে পঞ্চাশ প্রেক্ষাগৃহে 'দেবী'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
তৃতীয় সপ্তাহে পঞ্চাশ প্রেক্ষাগৃহে 'দেবী' দেবী ছবি দুই অভিনেত্রী/ছবি: রাজীন চেীধুরী

দাপটের সঙ্গে চলছে অনম বিশ্বাস পরিচালিত 'দেবী'। গত ১৯ অক্টোবর ২৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

তৃতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রেক্ষাগৃহ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত সিনেমাটি শুক্রবার (২ নভেম্বর) থেকে পঞ্চাশ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মুক্তির পর থেকেই 'দেবী' দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। ঢাকার প্রায় বেশিরভাগ প্রেক্ষাগৃহই ভালো ব্যবসা করছে। এছাড়া ঢাকার বাইরেও দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে।

হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের অন্যতম সৃষ্টি ‘দেবী’র রানু চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। আর নীলু হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় 'দেবী' নির্মিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ ও ইরেশ যাকের। মিসির আলী চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।