ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তি পাচ্ছে ‘কালো মেঘের ভেলা’ ও ‘বিবাহ অভিযান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
মুক্তি পাচ্ছে ‘কালো মেঘের ভেলা’ ও ‘বিবাহ অভিযান’

কবি নির্মলেন্দু গুণের লেখা সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ সিনেমা ‘কালো মেঘের ভেলা’। দাম্পত্য জীবনের মধুর কলহকে উপজীব্য করে নির্মিত হয়েছে কলকাতার সিনেমা ‘বিবাহ অভিযান’। শুক্রবার (২৬ জুলাই) এই দু’টি সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

‘কালো মেঘের ভেলা’
কবি নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণ পরিচালিত প্রথম সিনেমা ‘কালো মেঘের ভেলা’। এটি প্রথম সপ্তাহে দু’টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এক মা ও তার ছোট ছেলেকে কেন্দ্র করে এর গল্প তৈরি করা হয়েছে। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান এবং ছেলের চরিত্রে পিদিম থিয়েটারের শিশুশিল্পী আপন।

স্বল্পদৈর্ঘ্য হিসেবে অনুদান পাওয়া এই সিনেমাটি এরই মধ্যে কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এর চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কবি নির্মলেন্দু গুণের গ্রাম বারহাট্টায়। এছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতে অবশিষ্ট শুটিং সম্পন্ন হয়।

‘বিবাহ অভিযান’
আমদানি চুক্তির মাধ্যমে দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে কলকাতার সিনেমা ‘বিবাহ অভিযান’ মুক্তি পেতে যাচ্ছে। এটি ভারতে মুক্তি পেয়েছে ২১ জুন। আর এক মাস পর মুক্তি পাচ্ছে বাংলাদেশে। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া, কলকাতার অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য।  

‘বিবাহ অভিযান’ প্রযোজনা করেছে ভারতের ভেঙ্কটেশ ফিল্মস। ‘ইনোসেন্ট লাভ’ সিনেমার বিনিময়ে বাংলাদেশে সিনেমাটি আমদানি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।