ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তুলিপ সেনগুপ্তের কণ্ঠে ‘ছদ্মবেশী রোদ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
তুলিপ সেনগুপ্তের কণ্ঠে ‘ছদ্মবেশী রোদ’ তুলিপ সেনগুপ্ত

তন্ময় দাসের গীতিকবিতায় ‘ছদ্মবেশী রোদ’ শিরোনামের গান প্রকাশ পেলো সময়ের উঠতি সঙ্গীতশিল্পী তুলিপ সেনগুপ্তের কণ্ঠে। গাওয়ার পাশাপাশি গানটির সুরারোপও করেছেন তুলিপ। সঙ্গীতায়োজনে জেএস অ্যান্ড কো.। সাউন্ড ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিংয়ে ফরহাদ।

আলোকে, আধো ছায়াতে খোলা কাজলে/ছদ্মবেশী রোদ পোড়ালাম/দেয়ালের খামখেয়ালে বৃত্ত এঁকে চোখে রঙ মেখে/ভুলেই সাজালাম- এমন কথার গানটি সুর ও কণ্ঠে তোলার পাশাপাশি ভিডিওতেও রয়েছে তুলিপের একক উপস্থিত। ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।

এই গান প্রসঙ্গে তুলিপ সেনগুপ্ত বলেন, ‘শ্রোতাদের জন্যই গান। তাদের ভালো লাগার মধ্যেই শিল্পীর সার্থকতা। তবে চেষ্টা করেছি, ভালো একটা গান দাঁড় করানোর। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। ’ 

তুলিপ আরও বলেন, ‘বাবার হাত ধরেই গানের ভুবনে আসা। যখনই সুযোগ পাই নতুন নতুন গান নিয়ে চিন্তা করি। সামনে আমার কণ্ঠের বেশকিছু মৌলিক গান পাবেন দর্শক-শ্রোতারা। ’

বৃহস্পতিবার (২২ আগস্ট) সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ারের প্রযোজনা আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গান-ভিডিও ‘ছদ্মবেশী রোদ’।  

এদিকে আশরাফ শিশির পরিচালিত ‘আমরা একটা সিনেমা বানাব’ সিনেমায় প্লেব্যাক করেছেন তুলিপ। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

ভিডিও:বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।