ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

এ সপ্তাহের টপচার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এ সপ্তাহের টপচার্ট

প্রতি সপ্তাহেই হলিউড ও বলিউডে নতুন নতুন সিনেমা বড় পর্দায় আসছে। বাংলাদেশের বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা শুধু সিনেমা নয়, বিশ্বজুড়ে সাড়া সাজানো গানগুলোও উপভোগ করে থাকেন। তাই বিশ্বসেরা সিনেমা ও গানের টপ চার্ট নিয়ে বাংলানিউজে থাকছে সাপ্তাহিক বিশেষ আয়োজন।

হলিউড টপচার্ট:
১। স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাই ওয়াকার
২।

জুম্যানজি: দ্য নেক্সট লেভেল
৩। ফ্রোজেন টু
৪। নাইভস আউট
৫। ক্যাটস

বিলবোর্ডে শীর্ষ দশ গান:
১। অল আই ওয়ান্ট ফর ক্রিস্টমাস ইজ ইউ
২। রকিং অ্যারাউন্ড দ্য ক্রিস্টমাস ট্রি
৩। সার্কলস
৪। রোক্সেন
৫। ফুটসল শাফল ২০২০
৬। অ্যা হলি জলি ক্রিস্টমাস
৭। মেমোরিস
৮। সামওয়ান ইউ লাভড
৯। জিংগল বেল রক
১০। গুড অ্যাজ হেল


বলিউড টপ চার্ট:
১। দাবাং ৩
২। স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার
৩। মরদানি ২
৪। পতি পত্নী অউর ওহ 
৫। পানিপত


বলিউডের সেরা দশ গান:
১। ধীমে ধীমে (পতি পত্নী অউর ওহ)
২। শয়তান কা সালা (হাউজফুল ৪)
৩। আখিয়োঁ সে গোলি মারে (পতি পত্নী অউর ওহ)
৪। সউদা খারা খারা (গুড নিউজ)
৫। মুন্না বদনাম হুয়া (দাবাং ৩)
৬। ডোন্ট বি শাই অ্যাগেইন (বালা)
৭। নাহ গোরিয়ে (বালা)
৮। চণ্ডিগড় মেঁ (গুড নিউজ)
৯। মাখনা (ড্রাইভ)
১০। ঘুঙ্ঘরু সং (ওয়ার)

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।