ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

রোমান্টিক ছুটিতে প্রিয়াঙ্কা-নিকের স্নো-বাইকিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
রোমান্টিক ছুটিতে প্রিয়াঙ্কা-নিকের স্নো-বাইকিং

বড়দিনের উৎসব কাটতে না কাটতেই রীতিমতো সাদা-কালো ট্র্যাক স্যুট, হেলমেট ও স্নো-বুট পরে বরফের দেশে শীত উদযাপন করতে বেরিয়ে পড়েছেন রোমান্টিক জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

পরিবার এবং সহকর্মীদের সঙ্গে বড়দিন উদযাপন করে প্রিয়াঙ্কা ও নিক পাড়ি দিয়েছেন ক্যালিফর্নিয়ার বরফে মোড়া পাহাড়ে। সেখানেই নতুন বছরকে বরণ করে নেবেন তারা।

এই মুহূর্তে তারা রয়েছেন ম্যামথ মাউন্টেনসে।

পরিবার ও সহকর্মীদের সঙ্গে জোনাস দম্পতির বড়দিন উদযাপন

শনিবার (২৮ ডিসেম্বর) টুইটারে চমৎকার কিছু ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা বুঝিয়ে দিলেন, এই প্রচণ্ড শীতটাকেও দুর্দান্ত উপভোগ করছেন তারা।  

স্নো বাইক পেয়ে দারুণ খুশি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

ছবিতে দেখা যায়, স্নো বাইকে বসা দারুণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। ২৬ ডিসেম্বরেই প্রিয়াঙ্কা টুইটারে এই স্নো বাইকের ছবি দিয়ে বলেন, সান্তা ক্লজের সেরা উপহারটাই পেয়েছি। আমার স্বামী আমাকে দারুণ বোঝে। তোমাকে ভালোবাসি সোনা।

দারুণ রোমান্টিক ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি

ছবিগুলো দেখে বেশ বোঝা যায়, দারুণ রোমান্টিক ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।