ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাবার সংগীতায়োজনে পার্থকন্যার কণ্ঠে রবীন্দ্রসংগীত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বাবার সংগীতায়োজনে পার্থকন্যার কণ্ঠে রবীন্দ্রসংগীত পার্থ বড়ুয়া-রূপা বড়ুয়া

বাবার সংগীতায়োজনে রবীন্দ্রনাথের একটি গান প্রকাশ পেয়েছে ব্যান্ড তারকা পার্থ বড়ুয়ার মেয়ে রূপা বড়ুয়ার কণ্ঠে। গানের শিরোনাম ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’।

এ গান প্রসঙ্গে রূপা বড়ুয়া বলেন, ‘২০১৮ সালে গানটি গেয়েছিলাম। সেই সময় দাঁতের ব্যথার কারণে কোনো রকমে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম।

ভেবেছিলাম বাবা পরবর্তীতে আবার আমার ভয়েস নেবেন। কিন্তু তা আর করেননি।  

‘প্রথমবার রেকর্ড করা গানটি ছেড়ে দিলেন। তবে, ভালো খবর হলো- আমার জন্মদিনে (২৯ ডিসেম্বর) বাবা তার ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করেন। খরবটি শুনে বেশ আনন্দিত হয়েছি। এরই মধ্যে গানটির জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা। ’  

ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন রূপা বড়ুয়া। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।