ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তাহিরপুরে ভক্তদের ভালোবাসায় সিক্ত ডিপজল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২০
তাহিরপুরে ভক্তদের ভালোবাসায় সিক্ত ডিপজল 

সুনামগঞ্জ: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খলনায়ক হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে তাকে সিনেমায় তেমন একটা দেখা যায় না। তবে এতেও তার জনপ্রিয়তা একটুও কমেনি।

রোববার (১ মার্চ) ব্যক্তিগত সফরে সুনামগঞ্জের তাহিরপুরে গিয়েছেন ডিপজল। এদিন দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি।

তাকে দেখতে আগে থেকেই সেখানে ভিড় করে হাজার হাজার ভক্ত। মানুষের সেই ঢল সামলাতে হিমসিম খেতে হয়েছে পুলিশকে।

অনেককে ডিপজলের সিনেমার জনপ্রিয় বেশকিছু ডায়লগ উচ্চস্বরে বলতে শোনা যায়। ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ‘চাচ্চু’খ্যাত এই অভিনেতা।  

স্কুল মাঠে ভক্তদের ব্যাপক উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ডিপজল। তিনি বলেন, সুনামগঞ্জের মানুষ আমাকে এতো ভালোবাসেন, সেটা আগে জানা ছিল না। ভবিষ্যতে আমার কোনো সিনেমা মুক্তি পেলে আশা করি তা দেখতে অবশ্যই আপনারা প্রেক্ষাগৃহে যাবেন।

জানা যায়, মনোয়ার হোসেন ডিপজল তাহিরপুর উপজেলার বড়দল (উ.) ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি উপজেলার বারহাল গ্রামে আসেন।  

সোমবার (২ মার্চ) তিনি তাহিরপুর উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। এরপর ওইদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ডিপজল।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা,  মার্চ ০১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।