ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য স্ক্যায়ার্স’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য স্ক্যায়ার্স’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে দক্ষিণ এশিয়ার উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি উৎসব ভারতের ‘সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’। এবার তৃতীয়বারের মতো ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে এ উৎসব।

এতে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য স্ক্যায়ার্স’। এটি রচনা ও পরিচালনা করেছেন সেলিম রেজা।

ধনী-গরীবের চাওয়া পাওয়া নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ব্যাপ্তি ৫ মিনিট ১৮ সেকেন্ড। গল্পটিতে ফুটে উঠেছে, তোমার সন্তুষ্টিই তোমার সুখ। এতে অভিনয় করেছেন সুবর্ণা সৈয়দ, প্রহর সরকার, নুসরাত জাহান নীপা, আশরাফ ও সেলিম রেজা।

পরিচালক সেলিম রেজা বাংলানিউজকে বলেন, তিন বছর ধরে নিয়মিত শর্টফিল্ম নির্মাণ করছি। আমার নির্মিত শর্টফিল্ম ‘উপলদ্ধি’ গত বছর অস্ট্রিয়ান ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। এবার আমার নির্মিত ‘দ্য স্ক্যায়ার্স’ পুরস্কার পাবে বলে আশা করছি।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমআরএ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।