ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তাদের কণ্ঠে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
তাদের কণ্ঠে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে সুরে সুরে শ্রদ্ধার্ঘ্য জানালেন এই প্রজন্মের সংগীত তারকারা।

গীতিকবি রবিউল ইসলাম জীবনের কথায় ও সুরকার নাভেদ পারভেজ’র সুরে তৈরী হয়েছে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর-রবি চৌধুরীসহ এ প্রজন্মের তামান্না প্রমি, স্বপ্নীল সজীব, প্রতিক হাসান ও ঝিলিক।

 

গানটিতে বঙ্গবন্ধুর ৭ মার্চ’র কালজয়ী ভাষণ থেকে সোনার বাংলা তৈরী হওয়ার গল্প বলা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। মুজিব বর্ষের প্রথম দিন থেকেই জাতীয় গণমাধ্যম ও ইউটিউবে সম্প্রচারিত হবে ভিডিওটি।

গানের ভিডিওতে নৃত্য পরিচালনা করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। নৃত্য পরিবেশনায় সৃষ্টি কালচারাল সেন্টার।

বাংলাদেশ সময়:  ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।