বৃহস্পতিবার (২ এপ্রিল) সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এই তহবিল থেকে নিম্ন আয়ের পরিবার, বয়ষ্ক, কাজ হারানো মানুষ এবং স্কুলে দুপুরের খাবারের ওপর নির্ভরশীল শিশুদের খাদ্য সরবরাহ করা হবে।
জরুরী খাদ্য ত্রাণসহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও ফিডিং আমেরিকার সঙ্গে যৌথভাবে লিওনার্দোর ওই সংস্থা কাজ করবে।
এক বিবৃতিতে লিওনার্দো ডিক্যাপ্রিও বলেন, এই সঙ্কটকালে ত্রাণসহায়তাকারী সংস্থাগুলো আমাদের অনুপ্রাণিত করেছে। তারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত মানুষকে আহার পৌঁছে দিতে বদ্ধপরিকর। সামনে থেকে তাদের এই নিরলস কার্যক্রমের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের সকলেরই উচিত তাদের সহায়তা করা।
বৃহস্পতিবারেই এই তহবিলে অপরাহ উইনফ্রে ১০ লাখ মার্কিন ডলার অনুদান ঘোষণা করেন। এছাড়াও তিনি এই দুর্যোগকালে আরও ১ কোটি মার্কিন ডলার দিচ্ছেন ক্ষুধার্তদের অন্নসংস্থান করতে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার সহায়তা হিসেবে ‘টারমিনেটর’খ্যাত তারকা আর্নল্ড শোয়ার্জনিগার ১৪ লাখ ৩০ হাজার ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জামাদি দান করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমকেআর