ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঝড় থেমে যাবে একদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
ঝড় থেমে যাবে একদিন নুসরাত-মিমি-দেব

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাবনায় ‘ঝড় থেমে যাবে একদিন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অরিন্দম শীল। মূলত করোনা সংক্রমন রোধে সচেতনতা বাড়াতে এবং টলিউডের দিনমজুর কলাকুশলীদের আর্থিক সহায়তা করতে এটি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিনেমাটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হয়।  সিনেমা ভাবনার পাশাপাশি এর গানও লিখেছেন মমতা।

গানে কণ্ঠ দিয়েছেন কবির সুমন।

নিজেদের ঘর থেকেই ‘ঝড় থেকে যাবে একদিন’র দৃশ্যধারণ করেছেন টালিগঞ্জের তারকারা। এতে অভিনয় করেছেন- প্রসেনজিৎ, মিমি, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী, আবির, রুক্মিণী, পরমব্রত এবং পরাণ’র মতো অভিনয়শিল্পীরা।

করোনার প্রভাবে প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করা কলাকুশলীদের পাশে দাঁড়াতেই মমতা বন্দোপাধ্যায় এ উদ্যোগ নিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সিনেমা:

 

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।