আর্মান্ডো ক্রিস্টিয়ান পেরেজ, যিনি পিটবুল নামেই পরিচিত, একাধারে র্যা পার, গায়ক, গীতিকার ও প্রযোজক। অন্যান্য শিল্পীদের মতো তিনিও চলতি বছরের সব কনাসার্ট বাতিল করেছেন।
পিটবুলের নতুন গানের শিরোনাম ‘আই বিলিভ দ্যাট উই উইল উইন’ বিশ্ববাসীর ভয়কে জয় করে আশায় বুক বাঁধতে প্রেরণা জোগাবে বলেই বিশ্বাস করেন পিটবুল।
গ্র্যামিজয়ী এই শিল্পী বলেন, ভয় মানে সবকিছু ভুলে পালিয়ে যাওয়া, অথবা সবকিছুর মুখোমুখি হয়ে জেগে ওঠা। আর আমরা অবশ্যই পরিস্থিতির মোকাবিলা করতে ও জেগে উঠতে যাচ্ছি। প্রোগ্রাম বাদ দেওয়ার কথাই আমার মনে প্রথম আসেনি। বরং সমাজকে আমরা কীভাবে সহযোগিতা করতে পারব, কীভাবে মানুষের পাশে দাঁড়াব, এই পরিস্থিতি মোকাবিলায় পৃথিবীকে আমরা কী দিতে পারব, সে ভাবনাই এসেছে মনে। এই ভাইরাসের ধকল সামালাতে শরীরকে প্রস্তুত করতে সবাইকে অবশ্যই মানসিকভাবে শক্তিশালী হতে হবে।
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে থাকেন পিটবুল। শহরে এত নীরবতা কখনো দেখেননি। তিবি সুস্থ-সবল আছেন বলেন জানান। তার নতুন গান থেকে অর্জিত আয়ের শতভাগ তিনি দান করবেন ফিডিং আমেরিকা ও টনি রবিনস ফাউন্ডেশন নামের দাতব্য সংস্থাদু’টিতে।
গানটি ঘিরে পিটবুলের বক্তব্য-
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এমকেআর