ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৫০ পরিবারের মাসব্যাপী ইফতারের দায়িত্ব নিলেন চাতক’র কেনেডি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
৫০ পরিবারের মাসব্যাপী ইফতারের দায়িত্ব নিলেন চাতক’র কেনেডি

চলমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যান্ডদল ‘চাতক’র প্রধান সদস্য ও ভোকাল শাহরিয়ার শামস কেনেডি। 

নিজ শহর নরসিংদীর সাধারণ মানুষের দুঃসময়ে এগিয়ে এসেছেন এই গায়ক।  সম্প্রতি ১৫০ পরিবারকে চাল, ডাল, তেল, সাবান, লবন, পেঁয়াজ, আলো ও নানা প্রকার সবজি দিয়েছেন এবং আলাদাভাবে আরও ৫০ পরিবারকে মাসব্যাপী ইফতার দেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি।

আর এ সহায়তা দেওয়ার জন্য তিনি খুলেছেন ‘মানবতার বাজার’।  পাশাপাশি প্রতিনিয়ত করছেন শহর পরিস্কারের কাজ।

৫০ পরিবারের মাসব্যাপী ইফতারের দায়িত্ব নিলেন চাতক’র কেনেডিএ প্রসঙ্গে কেনেডি বাংলানিউজকে বলেন, করোনাকাল বলে কথা নয়, নিজের দায়বদ্ধতা থেকে সবসময় অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চেষ্টা করি। সেটা আমৃত্যু অব্যাহত থাকবে। তবে এ সময়ে বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা করি। বিশেষ করে প্রত্যেকে নিজ নিজ এলাকার অভাবগ্রস্তদের সহায়তা করবেন।

তিনি আরও বলেন, আমদের একটু মানবকতায় কিছু পরিবার পেতে পারে কিছুটা হলেও শান্তির নিঃশ্বাস। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, যাবো। সত্যি বলতে এখনই সময়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।