বিশ্ব বাবা দিবসে স্মৃতিকাতর হয়ে এভাবেই প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে নিয়ে লিখলেন তার ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান কিংবদন্তি এই নির্মাতা।
বাবাকে নিয়ে সোহেল আরমান ফেসবুকে লেখেন, ‘মাঝে মাঝে তোমাকে অনেক দেখতে ইচ্ছে হয়, কথা বলতে ইচ্ছে হয়, তখন খুব মিস করি তোমাকে। চোখ দুটি ঝাপসা হয়ে আসে, বুকের ভেতর একটা শূন্যতা কাজ করে। তোমাকে অনেক ভালোবাসি বাবা... অনেক। ’
বাবার সঙ্গে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেছেন সোহেল আরমান। ছবিতে বাবার কাঁধে মাথা রেখে পরম সুখের সন্ধান করতেও দেখা যাচ্ছে তাকে।
২০১৮ সালের ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। সেখান থেকে উন্নতি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। তখন বাবার সঙ্গেই ছিলেন সোহেল আরমান।
কিন্তু শেষ রক্ষা আর হয় না। ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ‘গোলাপী এখন ট্রেনে’খ্যাত এই নন্দিত পরিচালক।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ২১, ২০২০
জেআইএম