সিনেমা, বিজ্ঞান ও খেলা- সুশান্তের পছন্দের এই তিনটি ক্ষেত্রে নতুন প্রতিভাধরদের এই সংগঠনের মাধ্যমে সাহায্য করা হবে।
অভিনেতার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে ‘সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন’ তৈরির কথা প্রকাশ্যে আনা হয়েছে।
বিবৃতিতে আরো লেখা হয়েছে, আমরা ভাবতেই পারছি না যে, সুশান্তের সহজ হাসি আর দেখতে পাবো না। তার উজ্জ্বল চোখ আর দেখতে পাবো না। বিজ্ঞান নিয়ে সুশান্তের আলোচনা শুনতে পাবো না। তার চলে যাওয়ায়, আমাদের পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনোই পূরণ হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ সূত্রে জানা গেছে, সুশান্তের জন্মস্থান পাটনার রাজীবনগরে তার স্মৃতিসৌধ বানানো হবে, যেখানে অভিনেতার প্রিয় বই, টেলিস্কোপ ও পছন্দের সব জিনিস সযত্নে রাখা হবে। সুশান্তের ব্যবহৃত সব সামাজিক মাধ্যমেও চালু রাখা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
পাশাপাশি, সুশান্তের নামে যে ফাউন্ডেশনটি গড়া হচ্ছে, যে কেউ চাইলে সে বিষয়ে তথ্য জানতে পারেন। সে জন্য একটি মেইল আইডিও অভিনেতার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেটি হল ssrliveson@gmail.com।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
ওএফবি