ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথমবার টুটুলের সঙ্গে সিনেমার গানে আনিকা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
প্রথমবার টুটুলের সঙ্গে সিনেমার গানে আনিকা টুটুল-আনিকা

প্রথমবারের মতো দ্বৈতভাবে একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন এস আই টুটুল-তাসনিম আনিকা। শফিক হাসান পরিচালিত ‘দি অ্যাডভাইজার’ সিনেমায় ‘তুমি আলতো প্রেমে দু’হাত বাড়ালে’ শিরোনামের গানটি একসঙ্গে গেয়েছেন তারা।

সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর-সংগীত করেছেন শামীম মাহমুদ। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে রাজধানীর ফোকাস স্টুডিওতে।

নতুন প্লেব্যাক প্রসঙ্গে এস আই টুটুল বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে দেড় বছর দূরে ছিলাম প্লেব্যাক থেকে। তবে দেশে ফিরেই আবার নিয়মিত কাজ করছি। প্লেব্যাকের মজাই আলাদা। গত সপ্তাহে মীর সাব্বির পরিচালিত অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’-এ গেয়েছিলাম। সামনে আরও কয়েকটি সিনেমায় গাওয়ার শিডিউল দেওয়া আছে। বলতে গেলে আগের মতোই ব্যস্ত সময় পার করছি। আনিকা নতুন শিল্পী হিসেবে ভালো কাজ করছে। আমার সঙ্গে আনিকার এই গানটি বেশ ভালো হয়েছে।

তাসনিম আনিকা বলেন, কিছুদিন আগে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘লন্ডন লাভ’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছি। শফিক হাসান ভাই পরিচালিত ‘দি অ্যাডভাইজার’ সিনেমার ‘তুমি আলতো প্রেমে দু’হাত বাড়ালে’ গানটি রোমান্টিক একটি গান। আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো গাওয়ার। এস আই টুটুল ভাইয়া আমার পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে এটাই আমার প্রথম প্লেব্যাক। সবমিলিয়ে অসাধারণ অনুভূতি। এই গানটি পরীমনির লিপে দর্শক দেখতে পারবেন পর্দায়। আর শামীম অসম্ভব সুন্দর সুর-সংগীত করেছেন। আশা করছি, আমার টুটুল ভাইয়ের ডুয়েট গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

পরিচালক সূত্রে জানা গেছে, শিগগিরই ‘দি অ্যাডভাইজার’ সিনেমার শুটিং শুরু হবে। এতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন হালের জনপ্রিয় অভিনয়শিল্পী পরীমনি। বাকি শিল্পী এখানো চুড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।