দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণ তেজা করোনা ভাইরাসে (কোভিড-১৯) থেকে মুক্তি পেয়েছেন। তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাম চরণ টুইট করে বিষয়টি জানিয়েছেন। তার পাশে থাকার জন্য ভক্ত, পরিবারের সদস্য ও সহকর্মীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।
রাম চরণ লেখেন, সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। খুব শিগগিরই কাজের ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমার শুভ কামনা জানানোর জন্য সবাইকে আবারও ধন্যবাদ।
জানা যায়, শিগগিরই এই অভিনেতা এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর রাম চরণ জানান তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার কোনো শারীরিক জটিলতা নেই এবং তিনি নিজ বাসাতেই কোয়ারেন্টিনে রয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও টেস্ট করতে অনুরোধ করেন।
গত ২২ ডিসেম্বর পর্যন্ত রাম চরণ ‘আরআরআর’ সিনেমার শুটিং করেছেন। একই সময় তিনি সুস্মিতা কোনিডিলার ওয়েব সিরিজ ‘শুটআউট’র প্রমোশনেও অংশ নিয়েছিলেন। ভাইরাস আক্রান্ত হওয়ার পর তিনি সবকিছু বন্ধ রাখেন। তবে করোনামুক্ত হয়ে আবারও কাজে ফিরছেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
জেআইএম