‘বলিউড কুইন’ কঙ্গনা রনৌতের সুপারহিট ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র সাফল্যের ধারায় এবার আসছে ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লিজেন্ড অব দিদ্দা’। ঝাঁসির রানীর পর এবার এই সিকুয়েলে বড়পর্দায় তুলে আনা হবে অখণ্ড কাশ্মীরের বীরাঙ্গনা মহারানী দিদ্দার বীরত্বগাঁথা।
২০১৯ সালে দারুণ সাফল্য পেয়েছিল কঙ্গনা রনৌতের ইতিহাসনির্ভর সিনেমা ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। এবার আরও একটি ঐতিহাসিক সিনেমার ঘোষণা দিলেন কঙ্গনা। কাশ্মীরের রানী দিদ্দার গল্প এবার সেলুলয়েডে বন্দি করতে চান অভিনেত্রী।
সামাজিকমাধ্যম টুইটারে কঙ্গনা তার আগামী এ সিনেমার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘ঝাঁসির রানীর মতো আরও অনেক বীর আছেন ভারতের ইতিহাসে। প্রচারের বাইরে থাকা এমনই এক বীরাঙ্গনা হলেন কাশ্মীরের মহারানী। তিনি গজনির মাহমুদকে একবার নয়, দু-দু’বার যুদ্ধে পরাজিত করেছিলেন। ’
প্রযোজক কমল জৈনের সঙ্গে এই সিনেমা প্রকল্পে যোগ দিচ্ছেন কঙ্গনা। তবে পরিচালনা কে করবেন তা এখনও পরিষ্কার নয়।
‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লিজেন্ড অব দিদ্দা’ ছাড়াও কঙ্গনা রনৌতের ঝুলিতে এখন রয়েছে এ এল বিজয়ের ‘থালাইভি’, রজনীশ ঘাই পরিচালিত ‘ঢাকড়’ এবং সর্বেশ মেওয়ারার ‘তেজস’।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এমকেআর