ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে কবীর সুমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুন ২৮, ২০২১
করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে কবীর সুমন কবীর সুমন

বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  

শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় সোমবার (২৮ জুন) ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

জ্বর এবং অন্যান্য কিছু সমস্যাও রয়েছে সুমনের।

হাসপাতাল সূত্রে আনন্দবাজার জানায়, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে তাকে অক্সিজেন দিতে হচ্ছে। অন্যান্য ওষুধও চলছে। সুমনের কোভিড পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। এ ছাড়া তার বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।

গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করছেন কবীর সুমন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।