ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চুরি করা গল্পে নির্মিত হয়েছে ‘হাসিন দিলরুবা’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
চুরি করা গল্পে নির্মিত হয়েছে ‘হাসিন দিলরুবা’!

পারিবারিকভাবে রিশু ও রানির বিয়ে হয়। দাম্পত্য জীবনে কিছু একটা অসম্পূর্ণতা ঘিরে রাখে তাদের।

সে সুযোগে রিশু-রানির জীবনে আসেন নীল। দেবরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়বে রানি, এরপর ঘটে অনেককিছু…।

এমনই গল্পে নির্মিত হয়েছে হিন্দি সিনেমা ‘হাসিন দিলরুবা’। এতে রিশু চরিত্রে বিক্রান্ত মেসি, রানি হয়েছে তাপসী পান্নু এবং নীল সেজেছেন হর্ষবর্ধন রানে। ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল এটি, কিন্তু মুক্তির পর তেমন সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। তবে শুরুতে কেউ কেউ গল্পের প্রশংসা করেছিলেন।  

কিন্তু সপ্তাহ পার হওয়ার আগেই ‘হাসিনা দিলরুবা’র বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছে। নেটিজেনদের অনেকে ব্রিটিশ লেখক রুয়াল দালের ১৯৫৩ সালে লেখা ছোটগল্প ‘ল্যাম্ব টু স্লটার’-এর সঙ্গে সিনেমাটির মিল খুঁজে পাচ্ছেন। অনেক দর্শক অভিযোগ করেছেন, সিনেমাটির শেষ অংশের সঙ্গে এই গল্পের হুবহু মিল রয়েছে।

২ জুন নেটফ্লিক্সে মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’। সমালোচকদের কাছে বেশ কিছু নেতিবাচক রিভিউ পেয়েছে সিনেমাটি, দর্শকরাও বেশ হতাশা প্রকাশ করেছেন। চিত্রনাট্যের দুর্বলতার কথাও তুলে ধরেছেন অনেকে। এরই মধ্যে এলো ‘গল্প চুরি’র মতো অভিযোগ।

তবে সিনেমাটির পরিচালক বিনিল ম্যাথু কিংবা নেকফ্লিক্স সে বিষয় এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।