ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পা শেঠী যেভাবে হলেন রাজ কুন্দ্রার দ্বিতীয় স্ত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
শিল্পা শেঠী যেভাবে হলেন রাজ কুন্দ্রার দ্বিতীয় স্ত্রী

পর্নো ভিডিও বানানো ও একটি অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠীর স্বামী রাজ কুন্দ্রা।

গ্রেফতার হওয়ার পর থেকে শিল্পীর স্বামীকে নিয়ে ঘাটাঘাটি শুরু হয়েছে।

ভারতের গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, নিম্নবিত্ত পরিবার থেকে রাজ কুন্দ্রার যেভাবে ধনী হয়েছেন এর কাহিনি।

আইপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অপরাধে তার গ্রেফতারের ঘটনাটিও ফের আলোচনায় এসেছে। এসবের মধ্যেই আলোচিত হয়েছে, কীভাবে ইংল্যান্ডে বসবাসকারী ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বলিউড অভিনেত্রী শিল্পার বিয়ে হয়?

জানা যায়, প্রেম করেই রাজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিল্পা।  একটি অনুষ্ঠানের সাক্ষাৎকারে ওই অভিনেতী নিজেই জানিয়েছেন ওইসব তথ্য। কীভাবে রাজের সঙ্গে তার পরিচয় ও পরে প্রণয় সে বর্ণনাও দিয়েছিলেন শিল্পা।

তিনি জানান, কাজের সূত্রে প্রায়ই লন্ডনে যেতে হতো তাকে। সেখানে একবার বিগ ব্রাদার নামে একটি টিভি শোতে অংশ নেন শিল্পা শেঠী। সেই টিভি শোতেই রাজ কুন্দ্রার সঙ্গে সাক্ষাৎ তার। প্রথম দেখাতেই রাজকে পছন্দ হয় শিল্পার। এরপর বন্ধুত্ব হয়। একটা সময় রাজকে মনেও ধরে যায়। কিন্তু শিল্পা শেঠী জানতে পারেন, রাজ বিবাহিত।
কিন্তু শুরুতে শিল্পা জানতেন না যে সাবেক স্ত্রী কবিতার সঙ্গে রাজের তখন বিবাহ-বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। ধীরে ধীরে জানতে পারেন রাজের অতীতের ব্যপারে। খবর বিবিসি ও আনন্দবাজার পত্রিকার।

এদিকে রাজও নানা কায়দায় শিল্পার মন জয়ের চেষ্টা করতে থাকেন। একদিন আচমকা শিল্পা শেঠীর কাছে পার্সেল আসে। তিনটি ভিন্ন ভিন্ন রঙের অত্যন্ত মূল্যবান পার্স উপহার দিয়েছিলেন রাজ। এত দামি উপহার পাঠাতে বারণ করে দেন শিল্পা শেঠী।

ওই সময় তার ভয় ছিল, রাজের সঙ্গে গড়া চমৎকার বন্ধুত্বের সম্পর্কটি নষ্ট হয়ে যেতে পারে। এরপরও রাজ প্রেমের ইঙ্গিত দিতেনশিল্পা শেঠীকে। এমনকি একদিন শিল্পাকে নিজের ‘ব্যাচেলর প্যাড’র আসতে নিমন্ত্রণ জানান রাজ।  

তখন শিল্পা শেঠী সাফ জানিয়ে দেন, সংসারি হলে ভারতে হবেন। লন্ডনে গিয়ে থাকা সম্ভব নয়। তার কিছু সময় পরে রাজ মুম্বাইয়ে বাড়ি কেনেন। আর শিল্পাকে বলেন, সেখান থেকেই তার ব্যবসা পরিচালনা করবেন। রাজের এমন সিদ্ধান্তে আপ্লুত হয়ে পড়েন শিল্পা। তার পর থেকেই রাজের সঙ্গে গভীর প্রেমে জড়িয়ে পড়েন।

২০০৯ সালের নভেম্বরে ভারতে বিয়ে করেন এ জুটি। একই বছর রাজ কুন্দ্রা আইপিএল টিম রাজস্থান রয়্যালসে ১১ দশমিক ৭ শতাংশ শেয়ার কিনে নেন।

রাজ এখন দুই সন্তানের জনক ও শিল্পা শেঠী ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থাও পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।