ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে সমাহিত হবেন ফকির আলমগীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে সমাহিত হবেন ফকির আলমগীর

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীর।

শুক্রবার (২৩ জুলাই) ফকির আলমগীরের ছোট ভাই ফকির সিরাজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় খিলগাঁওয়ের পল্লীমা সংসদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানকার মাটির মসজিদে বাদ যোহর দ্বিতীয় জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থান রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে।

শুক্রবার (২৩ জুলাই) রাত ১০ টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর। করোনা আক্রান্ত হলে গত ১৫ জুলাই হাসপাতালটিতে তাকে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
ডিএন/জেআইএম

আরও পডুন: গণসংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।