ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভিন্ন পেশার গল্প নিয়ে নাটক ‘আইডেনটিটি ক্রাইসিস’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
ভিন্ন পেশার গল্প নিয়ে নাটক ‘আইডেনটিটি ক্রাইসিস’  ভিন্ন পেশার গল্প নিয়ে নাটক ‘আইডেনটিটি ক্রাইসিস’ 

সমাজের অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে আইডেনটিটি ক্রাইসিসে ভোগেন। সমাজে এখনো এমন অনেক পেশা আছে যা সামাজিকভাবে স্বীকৃত না।

এই ভাবনার গল্প নিয়ে গোলাম রাব্বানী লিখেছেন নতুন নাটক ‘আইডেনটিটি ক্রাইসিস’।

নাটকটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নয়ন বাবু, আয়শা মুক্তি, মুকিত জাকারিয়া, ওয়ালিউল হক রুমি প্রমুখ।  

সম্প্রতি ঢাকার উত্তরা, খিলগাঁও, মতিঝিল ও বাংলামোটরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।  

‘আইডেনটিটি ক্রাইসিস’ বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টায় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।