ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তালেবানের ‘ভয়ে’ দেশ ছাড়লেও গান ছাড়বেন না আরিয়ানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
তালেবানের ‘ভয়ে’ দেশ ছাড়লেও গান ছাড়বেন না আরিয়ানা

তালেবানের হুমকি সত্ত্বেও সংগীত চর্চা থামাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন আলোচিত আফগান নারী পপ-তারকা আরিয়ানা সাঈদ। বর্তমান পরিস্থিতিতে দেশের বাইরেই গান-বাজনা চালিয়ে যেতে চান তিনি।

 

তালেবানরা কাবুল দখলের নেওয়ার সময় অনেকের সঙ্গে আমেরিকার উদ্ধারকারী বিমানে চেপে আফগানিস্তান ছাড়েন তিনি। এরপর দোহা পৌঁছে নিজের ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লেখেন, ‘আমি ভালো আছি। দুটি নির্ঘুম রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। আপাতত অপেক্ষা পরের ফ্লাইটে ইস্তানবুলের বাড়িতে পৌঁছাবো। ’

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানা বলেন, ‘আফগানিস্তানের বাইরেও আমার অসংখ্য অনুরাগী আছে। আমি গান থামাব না। আফগানিস্তানের মানুষদের উৎসর্গ করেই সংগীত চর্চা চালিয়ে যাব আমি। ’

বিগত দুই দশক ধরে আফগানিস্তানে নারী-স্বাধীনতা ও অধিকারের পক্ষে যারা সোচ্চার ছিলেন, তাদেরই অন্যতম আরিয়ানা সাঈদ।

বর্তমানে দেশছাড়া হলেও আফগানিস্তানের মানুষদের জন্য সোচ্চার থাকার প্রত্যয় জানিয়েছেন আরিয়ানা। তার কথায়, ‘আমি আমার বক্তব্য প্রচার করবই। আফগানিস্তান ও আফগানদের জন্য কাজ করে যাব।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।