ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে খোকন কুমারের গান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
বঙ্গবন্ধুকে নিয়ে খোকন কুমারের গান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ড. দেবপ্রসাদ দাঁ ও খোকন কুমার রায়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন গান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ প্রকাশ পেয়েছে। গানটি রচনা করেছেন গীতিকবি খোকন কুমার রায়।

 

‘বঙ্গবন্ধু বন্ধু তুমিই এই দুঃখিনী বাংলার/ তোমারই রক্তে এঁকেছি বৃত্ত এই স্বাধীন পতাকার’-এমন কথার গানটি বুধবার (২৫ আগস্ট) ইউটিউবে প্রকাশিত হয়েছে।  

আদ্রিতা মুভিজের ব্যানারে গানটির সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও সংগীতশিল্পী ড. দেবপ্রসাদ দাঁ।

গীতিকবি খোকন কুমার রায় বলেন, সহজ কথা ও হৃদয়গ্রাহী উপস্থাপনায় গানটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা অর্জনে বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তার নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে।  

তিনি আরও জানান, বঙ্গবন্ধু বাঙালির প্রাণ জুড়ে বেঁচে আছেন। তার সুযোগ্য কন্যা দেশের হাল ধরেছেন। দিনরাত কাজ করে চলেছেন দেশকে উন্নয়নের নতুন সোপানে পৌঁছে দিতে। এ কথাটিই বলতে চেয়েছেন কবি খোকন কুমার রায়।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
টিআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।