ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনয়ে জয়া বচ্চনের ৫০ বছর, মাকে নিয়ে গর্বিত অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
অভিনয়ে জয়া বচ্চনের ৫০ বছর, মাকে নিয়ে গর্বিত অভিষেক

অভিনয় জীবনে পঞ্চাশ বছর পূর্ণ করলেন বলিউডের নন্দিত অভিনেত্রী জয়া বচ্চন। কিংবদন্তি বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটেছিল তার।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।  

অভিনয়ে মায়ের অর্ধশত বছর পূর্তিতে আবেগি হয়ে পড়েছেন ছেলে অভিষেক বচ্চন।
সামাজিক মাধ্যমে জয়ার বেশকিছু সিনেমার কোলাজ ছবি পোস্ট করে তিনি লেখেন, আমি উনার ছেলে হতে পেরে গর্বিত। পাশাপাশি সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৫০ বছর উনার যাত্রা দেখাটা আমার কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। শুভেচ্ছা রইল। আমি তোমাকে ভালোবাসি, মা।  

অভিষেকের এই পোস্টে দিয়া মির্জা থেকে ববি দেওল এবং অন্যান্য তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জয়া বচ্চনকে।

শুরুতে জয়া ভাদুড়ি নামে পরিচিত ছিলেন তিনি। পরে মেগাস্টার অমিতাভ বচ্চনের সহধর্মীনি হয়ে জয় বচ্চন হয়ে যান। সত্যজিৎ রায়ের ‘মহানগর’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এই তারকা। এরপর জয়া বচ্চন ঋষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’তে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।  

জয়া বচ্চন সংখ্যার দিক থেকে ক্যারিয়ারে খুব বেশি সিনেমায় অভিনয় করেননি। তবে ‘শোলে’, ‘মিলি’, ‘বাবুর্চি’, ‘অভিমান, ‘সিলসিলা’-র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে সবার মনে জায়গা করে নিয়েছেন তিনি।  

অমিতাভ বচ্চনের সঙ্গে সংসার শুরু করার পর বলিপাড়া থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছেন জয়া। তবে বিয়ের পর অবশ্য ‘কাভি খুশি কাভি গম’ ও ‘কাল হো না হো’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।