ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নির্মাতার বিরুদ্ধে অভিনত্রী অর্ষার অভিযোগ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
নির্মাতার বিরুদ্ধে অভিনত্রী অর্ষার অভিযোগ নাজিয়া হক অর্ষা

নাট্য নির্মাতা অরন্য আনোয়ার প্রথমবারের মতো ‘মা’ নামের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এ নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা।

 

‘মা’ সিনেমায় নায়িকা হিসেবে চুক্তি করা পরীমনিকে। কিন্তু এ অর্ষার অভিযোগ, এখানে নায়িকা হিসাবে কাজ করার কথা ছিল তার। শিডিউলের বিষয়ে প্রায় চূড়ান্ত আলাপ হয়েছে। কিন্তু পরিচালক হুট করে বলে সিনেমার শুটিং পেছানো হয়েছে। তাই আপাতত শিডিউল ক্যান্সেল। সিনেমাটি নিয়ে পরে তার সঙ্গে যোগাযোগ করা হবে।

এ বিষয়ে অর্ষা বলেন, ‘সিনেমাটি আমার করার কথা ছিল। অথচ আমাকে কিছু না বলেই অন্য একজন নায়িকাকে চুক্তিবদ্ধ করেন। তাকে চুক্তিবদ্ধ করার পরও পরিচালক আমার সঙ্গে ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছেন। ’

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাস দেন নাজিয়া হক অর্ষা। যদিও অর্ষা তার স্ট্যাটাসে সিনেমা ও পরিচালকের নাম উল্লেখ করেননি। সেখানে এ অভিনেত্রী লেখেন, ‘খুব সিনিয়র একজন পরিচালক, সবাই তাকে চেনেন। কিছুদিন আগে একটা সিনেমা করবেন বলে আমাকে নক করেন। তার ক্যারেক্টারটার জন্য আমাকেই লাগবে বলে জানান। আমি বললাম, হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন। এরপর পরিচালক অনেক অনুরোধ করলে আমি রাজি হই। শিডিউল ম্যানেজ করি, তিন দিন পর আমাদের মিটিং হবার কথা। আজকে উনি আমাকে বলেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যান্সেল করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে উনি আমাকে নক করবেন। ’

পরিচালক মেসেজে অর্ষাকে শিডিউল ডেট বাতিল করার কথা জানান। বিষয়টি উল্লেখ করে অর্ষা লেখেন, ‘মেসেজটি পরার আগেই আমি নিউজ দেখলাম যে আমার পরিচালক গতকাল একজন জনপ্রিয় নায়িকাকে লক করেছেন তার সিনেমার জন্য। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আর শুটিং হবে জানুয়ারিতে কারণ এর আগে ওই নায়িকার ডেট ফাঁকা নেই। কাজ নাই হতে পারে কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না, তবু শুভ কামনা আপনার অসততা আর প্রথম সিনেমার জন্য। ’

অর্ষার এমন অভিযোগে প্রেক্ষিতে নির্মাতা অরন্য আনোয়ার বলেন, ‘সিনেমাটি নিয়ে যখন অর্ষার সঙ্গে কথা হয় তখন তেমন গুরুত্বপূর্ণ প্রজেক্ট মনে হয়নি তার। টাকা পারশ্রমিক অগ্রিম দাবি করেছে। টাকা পয়সার বিষয়েও বিশ্বাস করেনি। তবে অন্য নায়িকার চুক্তিবদ্ধ হওয়ার খবরে তার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অর্ষার আচরণে আমি কষ্ট পেয়েছি। ’

১৯৭১ সালে সাত মাসের মৃত সন্তানকে নিয়ে অসহায় এক মায়ের করুণ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। এটি যৌথভাবে প্রযোজনা করছেন পুলককান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরের জানুয়ারি মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।